কোস্ট ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
সম্প্রতি ৩০টি পদে কোস্ট ফাউন্ডেশন এনজিও প্রতিষ্ঠান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোস্ট ফাউন্ডেশন (www.coastbd.net) একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) থেকে Special Consultative Status প্রাপ্ত। কোস্ট ১৯৯৮ সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা (এমআরএ) কর্তৃক নিবন্ধিত এবং সনদ নং ০০৯৫৬-০৪০৪১-০০০৬৮।
কোস্ট ফাউন্ডেশন নিয়োগ ২০২৫
বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের নিম্নোক্ত তারিখ, সময় ও স্থান অনুযায়ি সরাসরি সাক্ষাতকার প্রদানে আহ্বান করছে।
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
কোম্পানি | কোস্ট ফাউন্ডেশন |
ওয়েবসাইট | https://coastbd.net |
পদের সংখ্যা | ৩০ জন |
বয়সসীমা | ২৫-৩৫ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
পরীক্ষার তারিখ | ১৯ জুলাই, ২০২৫ |
কোস্ট ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নামঃ ঋণ ও উন্নয়ন কর্মকর্তা:- ৩০ টি পদ
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। কোন পরীক্ষাতেই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমান (জিপিএ ২.৫ এর নীচে) গ্রহণযোগ্য নয় ।
বেতন ও ভাতা: শিক্ষানবিশকালের প্রথম তিন মাস ২০,০০০/- টাকা। ৪র্থ মাস থেকে ফাউন্ডেশনের বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। স্নাতকের ক্ষেত্রে ২৮,৯৫০/- টাকা এবং স্নাতকোত্তর হলে ৩১,৮৪৫/- টাকা। যোগদানের ৬ মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হতে পারে।
দায়িত্ব: মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা।
বয়স: ২৫-৩৫ বছর (৩০ জুন, ২০২৫ তারিখ)।
কর্মস্থল: চট্টগ্রাম ও কক্সবাজার জেলার, উপজেলা ও ইউনিয়ন।
পরীক্ষার তারিখ, সময়: তারিখ ও সময় ১৯ জুলাই, ২০২৫ সকাল ১০টা।
স্থানঃ কোস্ট চট্টগ্রাম কেন্দ্র, বাসা নং ২৬১, রোড নং ১১, চান্দগাও আবাসিক, চট্টগ্রাম।
আপন জব নিউজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url